মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অবস্থা সংকটাপন্ন

ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের অবস্থা সংকটাপন্ন। তার কয়েকটি অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে দাবি করেছে তার দল ডেমোক্রেটিক পার্টি। দেশটির প্রভাবশালী এই রাজনীতিকের ওপর হামলার ঘটনায় তদন্তে সহায়তা করতে মালদ্বীপে আসছে অস্ট্রেলিয়ার একটি তদন্ত দল।

মালদ্বীপের পুলিশ এটা সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। শনিবার (৮ মে) আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকার এই খবর দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ মে) বোমা হামলায় মোহাম্মদ নাশিদকে হত্যাচেষ্টা করা হয়। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। দেশটির পুলিশ বলছে, বৃহস্পতিবারের ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে দেখা হচ্ছে।

অপরাধীদের ধরতে পুলিশকে তথ্য দিতে জনগণকে আহ্বান জানানো হয়েছে। মালদ্বীপের নেতারা নাশিদের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার মালেতে নাশিদ যখন তার গাড়ি থেকে নামছিলেন। ঠিকই মোটরসাইকেলে লাগানো কোনো ডিভাইসে বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যায় এই হামলার পর দ্রুত নাশিদকে দেশটির এডিকে হাসপাতালে নেওয়া হয়। তার ফুসফুস ও যকৃৎ থেকে শার্পনেল বা ধাতুর টুকরো বের করতে বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়।

এরপর শুক্রবার (৭ মে) বিকেলে ওই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, নাশিদ সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তার জীবন বাঁচাতে ১৬ ঘণ্টা ধরে দেহের বিভিন্ন অংশে অস্ত্রোপচার করা হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশিদকে হাসপাতালে নেওয়ার পর থেকে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নাশিদের ভাই নাজিম সাত্তার শুক্রবার এক টুইটবার্তায় লিখেছেন, চিকিৎসকেরা অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। এখন নাশিদের সুস্থ হওয়ার পালা।