কারাগারে হেফাজত নেতা মঞ্জুরুল ইসলাম

রাজধানীর পল্টন থানার দায়ের করা মামালায় পুলিশের জিজ্ঞেসাবাদ শেষে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে (৫০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (৮ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ফরমান আলী আসামিকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ৫ মে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপরে রিমান্ডে নেওয়া হয়।