৪০ বছরের সর্বোচ্চ বর্ষণ দ. কোরিয়ায়, অন্তত ৮ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কিছু অংশে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মারা গেছে কমপক্ষে আটজন। এতে আরো ১৪ জন আহত হয়েছে। গতকাল সোমবার রাতে প্রবল বর্ষণে রাস্তা ডুবে যায়। অনেক মেট্রো স্টেশনও প্লাবিত হয়েছে।

রাজধানী শহর ও পাশের প্রদেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় অন্ধকার নেমে আসে। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু অঞ্চলে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হারে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

ছবিতে দেখা গেছে, বন্যার পানি মেট্রো রেলের সিঁড়ির ধাপ বেয়ে নিচে নেমে যাচ্ছে। পার্ক করা গাড়ি জানালা পর্যন্ত পানিতে নিমজ্জিত। মানুষ হাঁটু সমান পানিতে ডোবা রাস্তা পার হচ্ছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের তিনজন বাঞ্জিহা নামে পরিচিত আধা ভূগর্ভস্থ ফ্ল্যাটে বাস করছিলেন।

উদ্ধারকারী কর্মকর্তারা বলেছেন, তারা ফ্ল্যাটটিতে প্রবেশ করতে পারেননি, কারণ বন্যার পানি রাস্তাতেই কোমর পর্যন্ত উঠে গেছে।

সংবাদ সূত্রঃ বিবিসি

Leave a Comment