ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ‘ধ্বংস’ করার দাবি ইসরায়েলের

ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের ‘এক তৃতীয়াংশ ধ্বংস’ করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক সংবাদ সম্মলনে এই দাবি করেন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, আমরা ইরান সরকারের ‘ভূমি থেকে ভূমিতে’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত যন্ত্রের এক তৃতীয়াংশই ধ্বংস করে দিয়েছি।

এছাড়া তেহরানের আকাশসীমায় নিজেদের “পূর্ণ নিয়ন্ত্রণ” অর্জনেরও দাবি করেছেন তিনি।

Scroll to Top