ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরান‑সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রবিবার ভোররাতে নিক্ষিপ্ত ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথেই ভূপাতিত করে বলে জানিয়েছে সেনাবাহিনী। সতর্কতাস্বরূপ তেলআবিবসহ আশপাশের অঞ্চলে সাইরেন বাজানো হয়।

ইসরায়েল সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে; কোনো হতাহত হয়নি।”

কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাফায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।” তবে এ দাবির সত্যতা নিশ্চিত করেনি তেলআবিব।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা ইসরায়েল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, “এই হামলা অব্যাহত থাকলে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে।”

জাতিসংঘের হিসাবে, লোহিত সাগর পথে হুথি হামলার ফলে বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা লেগেছে। যদিও ইসরায়েল দাবি করে, হুথিদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করছে অথবা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত হচ্ছে। পাল্টা জবাবে ইসরায়েলও মাঝে মাঝেই ইয়েমেনে হামলা চালাচ্ছে।

Scroll to Top