বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো ব্রিটেন

রাজনৈতিক উত্তেজনার সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা সংকট। তাই বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন। দেশটির সরকারি একটি ওয়েবসাইটে এ সতর্কতার কথা বলা হয়েছে।

বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্য করে এতে আরও বলা হয়, ‘গত আগস্ট থেকে মিয়ানমারে সহিংসতার কারণে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে প্রবেশ করেছে। তাই এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকা উচিত এবং এসব এলাকায় যাওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নেয়া উচিত।

সরকার ও বিরোধী দলের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার মধ্যে নতুন করে রোহিঙ্গা সংকট যোগ হয়েছে। এর ফলে ঢাকাতেও বিক্ষোভ-আন্দোলন হতে পারে। বিশেষ করে গুলশান ও বারিধারা এলাকায়। যদি দেখেন কোনো আন্দোলন-বিক্ষোভ শুরুর সম্ভাবনা রয়েছে এবং আপনি অনিরাপদ বোধ করছেন তাহলে দ্রুত ওই এলাকা ত্যাগ করুন। ‘

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে