অসুস্থ শরণার্থীরা যাতে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে সে জন্য একটি বিলের বিরোধিতায় নেমেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিলটি যাতে পাস না হয় সে জন্য বিলের বিরুদ্ধে প্রচারনা চালাচ্ছেন তিনি। খবর বিবিসির।
এই বিলের বিষয়ে মরিসন বলেন, এই বিল সরকার থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিবে এবং বিপর্যয়ের বিশ্ব রেখে যাবে ।
শরণার্থী হিসেবে আটক হওয়াদের অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরের নাউরু এবং মানুস দ্বীপে আটকে রাখে। বিলটি পাস হলে সেখানে থাকা শরণার্থীরা অস্ট্রেলিয়ায় এসে চিকিৎসা নিতে পারবে। মূলত শরণার্থীদের প্রবেশে বাধা দেয়ার জন্যই এই বিলের বিরোধিতা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে নাউরু দ্বীপে অবস্থিত আটক শরণার্থীরা বিশেষ করে নারী এবং শিশুরা নির্যাতন করে তারা। অস্ট্রেলিয়া পার্লামেন্টে মঙ্গলবার এই বিলের ওপর একটি ভোট হওয়ার কথা রয়েছে।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে





