টস জিতে ভুল করেছেন মুশফিক!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জেতাই ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

শুক্রবার ব্লুমফন্টেইন টেস্টের ১ম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি নিজের হতাশাই তুলে ধরলেন। জানালেন নিজের ব্যর্থতার কথা।

তিনি বলেন, আমার তো মনে হচ্ছে টসে জেতাই ভুল হয়ে গেছে ভাই! অধিনায়ক হিসেবে চেষ্টা করছি সততার সঙ্গে সব পালন করতে। এ দুই টেস্টে মনে হচ্ছে টস হারলে ভালো হয়। আগে কখনও এটা মনে হয়নি!

তিনি আরও বলেন, এটা হয়তো আমার ব্যক্তিগত ব্যর্থতা। হয়তো দলকে ওভাবে উৎসাহিত করতে পারছি না বা বোলারদের দিকনির্দেশনা দিতে পারছি না। এটা আমার ব্যর্থতা। বোলাররা চেষ্টা করেছে, হয়নি।

১ম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও টস জিতে ফিল্ডিং পছন্দ করার সমালোচনার শেষ নেই তার বিরুদ্ধে। বোলাররা যে বলতে গেলে পুরোপুরি ব্যর্থ। দিন শেষে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ৩ উইকেটে ৪২৮ রান।

বোলারদের এমন পারফরম্যান্স নিয়ে অধিনায়ক বলেন, আমাদের যে বোলিং কোচ তিনি তো আর নিজে বোলিং করতে পারবেন না। তিনি প্রায় প্রতিদিনই নেটে বোলিং করেন। তার একটা বল মিড অন-মিড অফে আমাদের ব্যাটসম্যানরা এখনও খেলতে পারে না! কেউ যদি এটা শিখতে না পারে, সেটা কাজে লাগাতে না পারে, এটা শুধু ব্যর্থতাই বলব।

তিনি বলেন, অনেক বড় সুযোগ ছিল। মুভমেন্ট খুব একটা না থাকলেও অন্তত নতুন বলটা কাজে লাগাতে পারলে দ্রুত ২-৩ উইকেট পেয়ে যেতে পারতাম।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ০৭ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top