রাজধানীর বনানীতে পোশাক শ্রমিকদের অবরোধ, বেতন-ভাতা দাবি

মহামারী করোনা পরিস্থিতিতে দেশে বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে রাস্তায় নামেন ওই এলাকায় অবস্থিত আফকো আবেদীন নামের একটি পোশাক কারখানার কর্মীরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে জরুরি সেবার যান চলাচল।

বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন বলেন, সকাল ১১টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা এই অবরোধ করে। একইসঙ্গে কারখানা খুলে দেওয়ারও দাবি জানায় শ্রমিকরা।

আব্দুল মতিন জানান, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেও আফকো আবেদীন নামের কারখানাটি এখনো খোলেনি। গতকালও এসব নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক করে। কিন্তু সমাধান হয়নি।

Scroll to Top