কুষ্টিয়ায় সুরক্ষা পোশাকধারী ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

আজ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সুরক্ষা পোশাক পরিধান করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ওই ভুয়া চিকিৎসকের নাম সাগর ইসলাম (১৮)। সে দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের জামিল ইসলামের ছেলে।

রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসাহাক আলী ওই ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ভুয়া চিকিৎসক সাগর ইসলাম সুরক্ষা পোশাক পরিধান করে হাসপাতালের জরুরি বিভাগে রোগী দেখছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রিপশনে লিখে তার পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করেছিলেন। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক সাগর ইসলামকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Scroll to Top