শাহজালালে ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটক যাত্রীর নাম মো. সালাউদ্দিন। তার বাড়ি কক্সবাজারের চকোরিয়ায়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে এয়ার এরাবিয়া এয়ারলাইনন্সের একটি ফ্লাইটের সালাউদ্দিনের কাছ থেকে সিগারেটগুলো জব্দ করা হয়।

প্রিভেন্টিভ টিমের সহকারি কমিশনার সাইদুল ইসলাম জানান, শাহজালালে অবতরণের পর ওই যাত্রী বেল্ট থেকে তার ব্যাগ সংগ্রহ করে ট্রলিতে করে গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এ সময় কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম তাকে চ্যালেঞ্জ করে এবং তার কাছ থেকে ২০০ কার্টন সিগারেট আটক করে।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এ সব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক সিগারেটের মূল্য প্রায় ৭ লাখ টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫১২ ঘণ্টা, ১০ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Leave a Comment