নির্বাচন না করেও কিভাবে পদ পেলেন নিপুণ?

নির্বাচন না করেও শপথ বাক্য পাঠ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে পদ পেলেন চিত্রনায়িকা নিপুণ। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছিলেন মৌসুমী। তিনি পদত্যাগ করায় এবার শূণ্য চেয়ারটি এলো নিপুনের দখলে।

বুধবার (১১ অক্টোবর) বিকেল পাঁচটায় শিল্পী সমিতির অফিসে তাকে শপথবাক্য পাঠ করান সমিতির সভাপতি মিশা সওদাগর। গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নেন কমিটির অন্যান্য সদস্যরা।

এরপর আনুষ্ঠানিকভাবে সদস্যপদ পত্রে স্বাক্ষর করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহ-সভাপতি রিয়াজ, চিত্রনায়ক ফেরদৌস, পপি, নাসরিন, আলীরাজসহ আরো অনেকে।

নিপুণ বলেন, “আমি এক কথায় অভিভূত। দোয়া করবেন যাতে আমার উপর যে দায়িত্ব অর্পিত হল, সেই দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারি।”

এর আগে ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমী কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২৫ অগাস্ট সন্ধ্যায় শিল্পী সমিতির এক বৈঠকে মৌসুমীর পদে নিপুণকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৩০৬ ঘণ্টা, ১২ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top