বিলম্বে মূল্য পরিশোধের শর্তে তেল দিতে সৌদিকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশকে বাকিতে অর্থ্যাৎ বিলম্বে মূল্য পরিশোধের শর্তে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের জন্য সৌদি আরবকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অনুরোধ করেছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত ইউসুফ এসা আল দুহাইলানকে দেশটির তেল কোম্পানি আরামকো থেকে তেল সরবরাহের এ অনুরোধ জানান।

দেশের অভ্যন্তরীণ জ্বালানি ও তেলের চাহিদা পূরণে মন্ত্রী এ অনুরোধ করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের এ অনুরোধ দেশটির কর্তৃপক্ষের কাছে পেশ করবেন বলেও মন্ত্রীকে আশ্বাস দেন।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের উল্লেখ করে মন্ত্রী সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট থেকে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখতেও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

সৌদি আরব বাংলাদেশে সার কারখানা প্রতিষ্ঠায় বিনিয়োগ করতে চায় বলে রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন।

সৌদি আরবের রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজনে বাংলাদেশের সমর্থন এবং সে দেশে দক্ষ কর্মী পাঠাতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান।

Scroll to Top