বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করলো ওমান

বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। গতকাল মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। খবর টাইমস অব ওমান।

এক বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রাজকীয় ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি হালনাগাদ করেছে। এর ফলে এখন থেকে ‘ট্যুরিস্ট’ ভিসা বা ‘ভিজিট’ ভিসাকে আগের মতো ‘রেসিডেন্স স্ট্যাটাসে’ (বসবাসের অনুমতি) পরিণত করা যাবে না।

কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। তারা কাজের জন্য ওমানে ফিরতে চাইলে তাদের আবেদনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে। নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।

Scroll to Top