মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৫৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় আরও ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯৪ বাংলাদেশি নাগরিক রয়েছেন।

খবরে বলা হয়, গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেম বাঙ্গান পাইকারি বাজারে অভিযান শুরু হয়। শেষ হয় শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায়। তিন ঘণ্টার এ অভিযানে ৫৩০ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে মিয়ানমারের ২৮৮ জন, বাংলাদেশের ৯৪ জন, ভারতের ৭২ জন, ইন্দোনেশিয়ার ৩৯, নেপালের ১৫ জন, নেপালের ১৫ জন, শ্রীলঙ্কার ৯ জন, পাকিস্তানের ৬ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া, এই অভিযানে অভিবাসন বিভাগ ছাড়াও আরো কয়েকটি সংস্থার সদস্যরা অংশ নেয়।

Scroll to Top