আরও ৬৮ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৮ জনের।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মারা যাওয়া নারীর বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৬২০ জনে। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪৮৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ জন। করোনা শনাক্ত হয়েছে আরও ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ১২৮২ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩০ শতাংশ। শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Scroll to Top