ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের বিষয়ে যা জানা গেল

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের বিষয়ে যা জানা গেল

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ শেষেই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে লিটন দাসের দল। মহাদেশীয় আসর শেষে সে দেশেই আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

এদিকে, আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী অক্টোবরেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ক্যারিবিয়ানরা কত তারিখে আসবেন, ম্যাচ কত তারিখ থেকে শুরু হবে, সে দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও।

তবে মোটামুটি একটা খসড়া দাঁড়িয়েছে যে, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয় দল। ১৭ দিনের এই সফর শেষ করে তারা দেশে ফিরবে ২ নভেম্বর। বিসিবি সূত্রে জানা গেছে, সিলেটে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সূচি চূড়ান্ত হবে।

Scroll to Top