বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

প্রথম ওয়ানডেতে ২৯২ রান করে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল দ্বিতীয় ম্যাচেও কাছাকাছি সংগ্রহ ছিল আজিজুল হাকিম তামিমের দলের। ৯ উইকেটে ২৭৩ রান ‍তুলেছিল তারা। ডিএল মেথডে ৪৭ ওভারে ইংল্যান্ড পেয়েছিল ২৭১ রানের লক্ষ্য, ম্যাচটি ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নিল তারা।
লাফবরোয় দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জেতায় পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসল। দুদল ১০ সেপ্টেম্বর তৃতীয়, ১২ সেপ্টেম্বর চতুর্থ ও ১৪ সেপ্টেম্বর পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে।

আগের ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশকে জিতিয়েছিলেন রিজান হোসেন। আজ হাফসেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। ৫৭ বলে ৭ চার ও এক ছয়ে ৫৭ রান করেন তিনি। রিফাত বেগ অর্ধশতক করে আউট হন ৫১ রানে। এছাড়া বড় স্কোরের মধ্যে আজিজুলের ব্যাট থেকে ৪৪ বলে আসে ৪১। ইংল্যান্ডের হয়ে জেমস মিন্টো নেন ৩ উইকেট। ২টি করে উইকেট ভাগাভাগি করেন ম্যানি লামসদেন ও জেএ নেলসন।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড জিতেছে ইসাক মোহাম্মেদের সেঞ্চুরিতে। ৯৫ বলে ১০৪ রান করে আল ফাহাদের শিকার হন তিনি। অন্য কেউ অবশ্য হাফসেঞ্চুরিও করতে পারেননি, দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন জোসেফ মুরস। এ ছাড়া নেলসন ৩৫, বেন মায়েস ৩০, রালফি আলবার্ট ১৫, থমাস রিউ ১৪ ও উইল বেনিসন ১২ রান করেন।

বাংলাদেশের হয়ে আগের ম্যাচে সামিউন বশির ৪.২ ওভারে ৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন। আজও খারাপ করেননি তিনি। ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ফাহাদ, ফারান শারিয়ার ও আল-আমিন পান একটি করে উইকেট।

Scroll to Top