প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সংস্থাপন) এ এইচ এম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, আগামী ১৯ নভেম্বর থেকে পরীক্ষা শুরু ২৬ নভেম্বর (রোববার) শেষ হবে।

প্রতিদিন সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার রুটিন অনুযায়ী, ১৯ নভেম্বর (রোববার) ইংরেজি (প্রাথমিক ও ইবেতেদায়ি), ২০ নভেম্বর (সোমবার) বাংলা (প্রাথমিক ও ইবতেদায়ি), ২১ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ ও বিশ্বপরিচয় (প্রাথমিক), বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান (ইবতেদায়ি)।

২২ নভেম্বর (বুধবার) প্রাথমিক বিজ্ঞান (প্রাথমিক) ও আরবী (ইবতেদায়ি), ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) ধর্ম ও নৈতিক শিক্ষা (প্রাথমিক) এবং কুরআন মাজিদ এবং আকাইদ ও ফিকহ (ইবতেদায়ি), ২৬ নভেম্বর (রোববার) গণিত (প্রাথমিক ও ইবেতেদায়ি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

Scroll to Top