বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে রাস্তা থেকে উঠিয়ে দেয়া হয় তাদের। বর্তমানে প্রবাসী কল্যাণের দিকে যাচ্ছেন তারা।
এতে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মূল সড়কটিতে আবারও যান চলাচল শুরু হয়েছে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
এর আগে সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন তারা। মূলত দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খুলে ২০২২ সালের আগস্টে। দেশটিতে গত বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লক্ষ কর্মী পাড়ি দেয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় আঠারো হাজারের বেশী কর্মী। তাদের অনেকেই আজ কারওয়ান বাজারে বিক্ষোভ করেন।
মালয়েশিয়া সরকার মনোনীত রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না অভিযোগ করে সংকট নিরসনে সরকারের সহায়তা চেয়েছেন আন্দোলনকারীরা।




