ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পরিবর্তন

ভারতের পূর্ব ঘোষিত বিশ্বকাপ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের জায়গায় দলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে। তবে অক্ষর প্যাটেল এখন স্ট্যান্ডবাই হিসেবে ১৫ সদস্যের দলের সঙ্গে থাকবেন।

চলমান আইপিএলে শার্দুল ঠাকুর চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করার ফল পেলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫ ম্যাচ খেলে এ ডানহাতি নিয়েছেন ২৭.১৬ গড়ে ১৮ উইকেট। তবে বোলিংয়ে প্যাটেলের পারফরম্যান্স ভালো ঠাকুরের চেয়েও। ১১ ম্যাচে ১৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলের এ অংশে ৭ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন প্যাটেল। এ অংশে সেভাবে ব্যাটিং করার সুযোগও পাননি ঠাকুর।

আজ বুধবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে স্কোয়াডে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে কি কারণে অক্ষর প্যাটেলকে বাদ দেয়া হয়েছে সেটা ব্যাখ্যা করেননি বিসিসিআই-এর মহাসচিব জয় শাহ।

অক্ষর প্যাটেল দলে জায়গা হারালেও নিজের জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফিরলেও এখনও বোলিং শুরু করেননি হার্দিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ভারতীয় দলে চতুর্থ পেসার হিসেবে জায়গা পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে ইনজুরির কারণে তার বোলিং করা নিয়ে সন্দেহ থাকায় চতুর্থ পেসার হিসেবে মূল স্কোয়াডে জায়গা পেলেন শার্দুল ঠাকুর।

২৪ অক্টোবর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। বিশ্বকাপের পরই ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন বিরাট কোহলি।

ভারত দল:
বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত,ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই
শ্রেয়াস আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল।