\’আমার বৌকে আমি মেরেছি, তোদের কি\’

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের এক নং প্লাটফর্মে নাজমুল (২০) নামের এক ভিক্ষুকের ছুরিকাঘাতে রাবেয়া (২৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা অপর ভিক্ষুক স্বপ্না ও শাওন জানান, বেলা ১২টার দিকে রেলস্টেশনে ঝগড়া হয় ওই দুজনের মধ্যে। একপর্যায়ে রাবেয়ার পেটে ছুরিকাঘাত করেন নাজমুল। রাবেয়াকে ছুরি মারার পর লোকজন এগিয়ে আসলে তাদেরকেও ছুরি মারতে তেড়ে আসেন নাজমুল। এবং বলেন, আমার বৌকে আমি মেরেছি তোদের কি। পরে লোকজন তাকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, নাজমুল নামের এক ভিক্ষুক গত দুই মাস আগে মাজারকে সাক্ষী রেখে বিয়ে করে রাবেয়াকে। ঝগড়ার একপর্যায়ে রাবেয়াকে সে ছুরিকাঘাত করে। নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি