মাদক কারবারে বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আলী দেওয়ান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মামুনের বিরুদ্ধে।

বুধবার রাতে উপজেলার দুই নম্বর চরবংশী ইউনিয়নের উত্তর চরবংশী গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে। তারা একই বাড়ির বাসিন্দা।

এদিকে, ঘটনার পরপরই ঘাতক মামুন পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। নিহত আলী দেওয়ানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও ‎স্থানীয়রা জানায়, মামুন মাদকাসক্ত ও মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি আলীর ছোট ছেলে। সম্প্রতি মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ঈদের আগে তিনি জামিনে বের হয়ে আসেন। পরে পুনরায় মাদক ব্যবসা শুরু করেন। এ নিয়ে বাবা-ছেলের কথা কাটাকাটি হয়। গতরাতে এশার নামাজের সময় আলী ওজু করতে যান। তখন পেছন থেকে ধারালো দা দিয়ে কুপিয়ে মামুন তার বাবাকে হত্যা করেন। আলীর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে মামুন পালিয়ে যান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আলী ঘটনাস্থলেই মারা গেছেন। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার ছেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে।

Scroll to Top