শাহজালালে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে পরিত্যাক্ত অবস্থায় আড়াই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম।

তিনি জানান, দুপুরে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করার সঙ্গে সঙ্গে কাস্টম হাউজের চৌকস প্রিভেন্টিভ টিম এয়ারপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয়। সকল যাত্রী নেমে যাওয়ার পর বিমানের ভেতর কয়েক দফার প্রচেষ্টায় ২৪/এফ নং সিটের পেছনের অংশের মধ্য থকে হলুদ স্কচটেপ পেচাঁনো ২. ৫৫২ কেজি (২২টি স্বর্নবার) স্বর্ণ উদ্ধার করা হয়।

সাইদুল আরও বলেন, ধারণা করা হচ্ছে কাস্টমসের নজর এড়ানো অসম্ভব ভেবে স্বর্ণ চোরাচালানিরা এ স্বর্ণ বিমানের সিটের ভেতর লুকিয়ে রেখে চলে যায়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে