‘বখতিয়ারের বাইক’ নিয়ে আসছে নাঈম

বখতিয়ার নামের এক যুবক ও তার বাইকের ঘটনা নিয়ে নাটক। এর গল্পে দেখা যাবে বখতিয়ার নিজের ফিফটি মোটরসাইকেলে করে গ্রামের অসুস্থ মানুষকে প্রতিদিন হাসপাতালে নিয়ে যান। যথাসময়ে হাসপাতালে নিয়ে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি।

নিজের কাজ ফেলে অন্যের সেবা করায় গ্রামে বখতিয়ারের জনপ্রিয়তা বাড়তে থাকে দিন দিন। এ নিয়ে গ্রামের চেয়ারম্যানের সঙ্গে বাড়তে থাকে তার দূরত্ব। কারণ চেয়ারম্যান মনে করেন আসছে নির্বাচনে অংশ নেওয়ার জন্যই এই সবকিছু করছেন বখতিয়ার। তিনি বখতিয়ারকে থামাতে চান। অবলম্বন করতে থাকেন নানা ছলচাতুরীর। একসময় বখতিয়ারকে ঠেকাতে কঠিন সিদ্ধান্ত নেন চেয়ারম্যান। কিন্তু ঘটে যায় হিতে বিপরীত এক ঘটনা।

এমন গল্পের নাটকে এখানে বখতিয়ার হয়েছেন অভিনেতা নাঈম। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। নাটকের নামও ‘বখতিয়ারের বাইক’।

নাট্যকার পলাশ মাহবুব বলেন, ‘ভারতের প্রত্যন্ত গ্রামে এক ব্যক্তি আছেন যিনি মোটরসাইকেলে এমন সেবা দিয়ে থাকেন। বিষয়টি আমাকে অনুপ্রাণিত করে। তবে নাটকে বখতিয়ারের জীবনের পরের ঘটনাগুলো একেবারেই মৌলিক।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন সোহানা সাবা, শহীদুল্লাহ সবুজ, হিন্দোল রায়সহ অনেকে।

এটি নির্মাণ করা হয়েছে ঈদ আয়োজনের জন্য। নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ