রাজধানীর সাভারে শ্রমিকদের বিক্ষোভের পর ছাঁটাইয়ের সিদ্ধান্ত স্থগিত

শ্রমিকদের বিক্ষোভের পর কাজে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন সাভারের কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাইয়ের সিদ্ধান্তে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আজ শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আশুলিয়ার চারাবাগ এলাকার একটি কারখানার সামনে গাদাগাদি করে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা। প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভের পর শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিকরা জানায়, ওই কারখানায় কাজ করে দেড় হাজারের বেশি শ্রমিক। এই কারখানায় দফায় দফায় শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কমপক্ষে ৪০ জন শ্রমিককে ছাঁটাই করে প্রতিষ্ঠানটি।

আজ প্রায় ২ শতাধিক শ্রমিক, যাদের চাকরির বয়স দুই থেকে তিন মাস তাদের ছাঁটাই করা হচ্ছে। পরে সকাল থেকে প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভ করলে শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।