রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ, বোনাস দাবি

মহামারী করোনার প্রভাবে গোটা দেশে বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। শতভাগ বোনাস দাবিতে এই আন্দোলনে নেমেছেন তারা।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা থেকে ওপেক্স গার্মেন্টস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা এই সড়ক অবরোধ চালাচ্ছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ঈদের মাত্র সপ্তাহ খানেক বাকি। অথচ এখন পর্যন্ত তাদের বোনাস দেওয়া হয়নি। আর বেতন দেওয়া হয়েছে অর্ধেক। অনেক কারখানায় এরইমধ্যে শতভাগ বেতন-বোনাস দেওয়া হয়ে গেছে। কিন্তু তাদেরকে অর্ধেক বোনাস দেওয়া বলে মালিকপক্ষ‌ জানিয়ে দিয়েছে। তাই অন্য কারখানার মতো তারাও শতভাগ ঈদ বোনাস চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে শ্রমিকরা জানান।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম জামান বলেন, মিরপুর ১৩ নম্বর সেকশনের প্রধান সড়কের এক পাশে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। শতভাগ বোনাস দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা।