তিন গন্তব্যে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

আবুধাবি, দুবাই ও লন্ডন রুটে আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তীতে অনুমতি পেলে অন্যান্য গন্তব্যেও ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

আজ শনিবার (৪ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই, সিঙ্গাপুর ও কুয়লালামপুরে ৩১ আগস্ট ও বাকি সব আন্তর্জাতিক রুটে ৩০ জুলাই পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।

কভিড-১৯ মহামারির কারণে গত ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়মিত আন্তর্জাতিক রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করে। ২১ জুন লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান। দুবাইয়ে ৬ জুলাই ও আবুধাবিতে ৭ জুলাই থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।