রাজধানীতে টিসিবির ৩০ টাকার পেঁয়াজ কিনতে দীর্ঘ লাইন

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর প্রেসক্লাব এলাকায় দীর্ঘ লাইন ধরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের ( টিসিবি) পেঁয়াজ কিনছে মানুষ। অনেকে দীর্ঘ এক ঘণ্টা অপেক্ষা করে এক কেজি পেঁয়াজ কিনেছেন।

বাংলাদেশের বাজারে গতকাল (১৪ সেপ্টেম্বর) হঠাৎ ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ করা হয়। এরপর বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। আজ খুচরা বাজারে এক কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকা। এই দাম আরও বাড়বে বলে খুচরা বিক্রেতারা জানিয়েছেন।

তাই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবির ট্রাকসেলযোগে স্বল্পমূল্যে (৩০ টাকা কেজি) বিক্রি করা পেঁয়াজ কিনতে ভিড় করছে মানুষ।

জানা গেছে, একজন ক্রেতা টিসিবির ট্রাকসেল থেকে একসঙ্গে ২ কেজি পেঁয়াজ কিনতে পারছেন। তবে কিছু স্থানে ক্রেতা বেশি থাকায় এক কেজি করে বিক্রি করা হচ্ছে।