পুলিশ হেফাজতে মাদকবিক্রেতা মাসুদের মৃত্যু

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ আটক হওয়া মাসুদ রানা (৩৫) নামে এক যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই মাদকবিক্রেতাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদকবিক্রেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

তিনি জানান, পল্টন থানা পুলিশ বুধবার সন্ধ্যায় গুলিস্তান এলাকা থেকে মাদকবিক্রেতা মাসুদকে তিনশ পিস ইয়াবার বড়িসহ আটক করে। তিনি মাদক বিক্রির পাশাপাশি মাদকাসক্তও ছিলেন।

একপর্যায়ে তাকে আটক করে থানায় আনা হয়। দীর্ঘক্ষণ মাদক সেবন করতে না পারায় থানায় তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তখন তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।