রাজধানীতে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়ন, থানায় মামলা

এবার রাজধানীর কদমতলী থানার আলম মার্কেট এলাকায় ৩ বছরের এক শিশুর ওপর যৌন নিপীড়নের অভিযোগে অভিযোগ উঠেছে। এরই মধ্যে কদমতলী থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। এ ঘটনায় অভিযুক্ত কাজল (২০) পলাতক রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। কদমতলী থানার উপ পরিদশর্ক (এসআই) মো. ইমরুল হাসান গণমাধ্যমের কাছে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কদমতলী আলম মার্কেট এলাকায় থাকে শিশুটির পরিবার। তার বাবা দিনমজুর ও মা গৃহিনী। সোমবার বেলা আড়াইটার দিকে শিশুটির মা-বাবা কেউই বাসায় ছিলেন না। তখন প্রতিবেশী সিএনজি অটোরিকশা চালক কাজল শিশুটিকে বাসায় একা পেয়ে তার ওপর যৌন নিপীড়ন চালায়। পরে আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে কাজলকে ধরে ফেলে ও মারধর করে। এর এক পর্যায়ে কাজল কৌশলে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এসআই আরও জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসী থানায় জানালে রাত ৮টার দিকে শিশুটিসহ তার পরিবারকে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি কাজল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।