মতিঝিলের ৭টি থানায় অত্যাধুনিক অস্ত্র নিয়ে পুলিশের প্রহরা

রাজধানীর মতিঝিল ডিভিশন এলাকায় ৭টি থানায় বালুর বস্তা দিয়ে বাংকার তৈরি করে দিয়ে সেখানে পুলিশ ডিউটি করছে। নিরাপত্তার স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মতিঝিল ডিভিশনের ডিসি সৈয়দ নজরুল ইসলাম জানান।

সোমবার (১২ এপ্রিল) রাতে তিনি আরো জানান, মতিঝিল ডিভিশনের সাতটি থানায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সবুজবাগ সহ মতিঝিল ডিভিশনের সকল থানায় একই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, পূর্ব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তো আপনারা দেখেছেন। সেই কারণেই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে বালুর তৈরি সেই বাংকারে করে ২৪ ঘণ্টা পুলিশ ডিউটি করবে।

এছাড়া তিনি আরও জানান, থানা ভিত্তিক যতগুলো পুলিশ ফাড়ি আছে সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।