২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে ১৩ জন করোনা রোগী শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর একইসময়ে ল্যাবটিতে ৬৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন ডা. শেখ মো. আবু শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. শেখ মো. আবু শাহিন জানান, গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের নমুনা পরীক্ষা করলে ১৩ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে যশোরে চারজন, নড়াইলে চার চিকিৎসকসহ পাঁচজন, কুষ্টিয়ায় দুইজন, মেহেরপুরে একজন এবং মাগুরায় একজনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ আসে। যশোরের চারজনের মধ্যে দু’জন চৌগাছা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

গত ১৭ এপ্রিল থেকে এ ল্যাবে পরীক্ষা শুরু হলেও এ পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কিন্তু একদিনেই ১৩ করোনা রোগী শনাক্ত হলো।