পাশের হার কমেছে কুমিল্লা বোর্ডে

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২০ সালের এসএসসিতে এবার পাশের হার ৮৫.২২ভাগ। যা গতবারের থেকে কমেছে। গতবার পাশের হার ছিলো ৮৭.১৬ভাগ। বেড়েছে জিপিএ-৫। এবার জিপিএ ৫ পেয়েছে ১০হাজার ২৪৫জন। যা গতবার ছিলো আট হাজার ৭৬৪।

এবার শতভাগ পাশ করেছে ১৬২টি প্রতিষ্ঠান। শতভাগ ফেল প্রতিষ্ঠান নেই। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর নিয়ে কুমিল্লা বোর্ড। এই বোর্ডে এবার পরীক্ষায় অংশগ্রহণ করে এক হাজার ৭৩২টি প্রতিষ্ঠান।

জেলাওয়ারী ফলাফলের শীর্ষে ফেনী ৮৮.১৫ ভাগ, সবার শেষে নোয়াখালী ৮১.৫৯ভাগ। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।