করোনা: কাল থেকে সীমিত পরিসরে খুলছে চুয়েটের সব অফিস

আগামীকাল (১ জুন) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব অফিস চালু হবে সীমিত পরিসরে। আজ রবিবার (৩১ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল ডিন, বিভাগীয় ও অফিস প্রধানদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় চুয়েটের কম্পট্রোলার অফিস, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, মেডিক্যাল সেন্টার, আইআইসিটি সেল, অডিট সেল, স্টোর শাখা, প্রকিউরমেন্ট এবং নিরাপত্তা শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। জরুরি প্রয়োজনে অফিস/বিভাগীয় প্রধানগণ সংশি¬ষ্ট শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করে দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখবেন।

তবে অফিস চলাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মেনে চলতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট প্রধানগণ স্ব স্ব অফিসে হাত ধোয়ার জন্য সাবান, স্যানিটাইজার প্রস্তুত রাখবেন। সকলকে মাস্ক পরিধান, ডেস্ক পরিষ্কারকরণ, অফিস যাতায়াতে গণপরিবহন বর্জনের কথা বলা হয়েছে।