নতুন গাড়ি পাচ্ছেন জবি শিক্ষকরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষকদের ব্যবহারের জন্য একটি গাড়ি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ম্যাকসন্স স্পিনিং লিমিটেড। বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ম্যাকসন্স স্পিনিং লিঃ-এর ৬৪তম বোর্ড সভায় সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) কর্মসূচি আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি গাড়ি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ম্যাকসন্স স্পিনিং লিঃ-এর পরিচালনা বোর্ড ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই দুই প্রতিষ্ঠানের মাঝে আন্তঃসহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ