tina

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফেলোশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনা

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গবেষণা ফেলো হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নুসরাত জাহান তিনা।

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নুসরাত জাহান তিনার গবেষণা প্রস্তাব ‘বাংলাদেশের চলচ্চিত্রের শিল্প-নির্দেশনা: মহিউদ্দিন ফারুকের স্বাতন্ত্র্য’ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক গৃহীত হওয়ায় ২০২৪-২৫ অর্থবছরে গবেষণা ফেলো হিসেবে মনোনীত হয়েছেন তিনি। এ ছাড়া দিকনির্দেশনা প্রদান পূর্বক গবেষণাকর্মটিকে সমৃদ্ধ করতে তত্ত্বাবধায়ক হিসেবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

গবেষণা ফেলো মনোনীত হওয়া নিয়ে নুসরাত জাহান তিনা বলেন, বিষয়টির জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এতো বড় বড় মানুষের মধ্যে আমার ফেলোশিপ প্রস্তাবনাটি অনুমোদন পাবে এটা আমি কল্পনা করতে পারিনি। এ মুহূর্তে মহান সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরবর্তীতে আমার শিক্ষক যারা এ যাত্রায় আমার পাশে ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

Scroll to Top