ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ সন্ধ্যায়

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।

আজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির জন্য শিক্ষার্থীদের এই পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। গ ইউনিটের নয়টি বিভাগে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৯৫৪ জন ভতিচ্ছু পরীক্ষার্থী আবেদনপত্র জমা দেন। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ২৪।

বাংলাদেশ সময় : ১৩০৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ