আফরান নিশোর জন্মবার্ষিকী আজ

তার পুরো নাম আহমেদ ফজলে রাব্বী নিশো। তিনি ৮ ই ডিসেম্বর ১৯৮০ সালে টাংগাইলে জন্মগ্রহণ করেন। তিনি ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয়। এরপরে আরো নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন তিনি।

গাজী রাকায়াতের পরিচালনায় ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে তিনি নাটক জগতে আসেন (২০০৬)। নিশো অভিনীত উল্লেখযোগ্য নাটকসমূহ হলঃ অপেক্ষার ফটোগ্রাফি, আঁধার ও আলো , বাদল দিনের প্রথম কদম ফুল, চলো না বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটাকম্বল, বিয়ে পাগল ইত্যাদি।

২০০৩ সাল থেকে তিনি ৩০০ টিরও বেশি টেলিফিল্ম এবং সিরিয়ালে অভিনয় করেছেন। টিভি নাটক যোগ বিয়োগ অভিনয়ের জন্য ২০১৬ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার “সেরা অভিনেতা (টিভি)” পুরস্কার পেয়েছেন।