তাহলে কি আজিজ-শাওনের দ্বন্দ্ব মিটে গেল?

মেহের আফরোজ শাওনের সাথে ‘কৃষ্ণপক্ষ’ ও ‘ডুব’ ইস্যুতে জাজ মাল্টিমিডিয়ার সাথে দূরত্ব তৈরি হয়। জাজের বিপক্ষে একটা সময় কথাও বলেছিলেন এ অভিনেত্রী-নির্মাতা। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র ফোরামের অভিষেক অনুষ্ঠানে শাওনকে আবদুল আজিজের কাছে সহায়তা চাইতে দেখা গেল। তাহলে কি সকল দ্বন্দ্ব মিটে গেল?

নবগঠিত চলচ্চিত্র ফোরামে শাওন একজন সাধারণ সদস্য হিসেবে আছেন। ঢাকা ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে সোমবার দুপুরে নানা বিষয়ে কথা বলেন তিনি।

বক্তৃতায় শাওন বলেন, ‘আমাদের দেশে কোন সংগঠন হলে প্রথমে দেখা যায় ২টা ভাগ, এরপর ৪টা, ৬টা, ১০টা করে ভাগ হয়। কিছুদিন আগে আমেরিকায় ফোবানার অনুষ্ঠানে অংশ নিয়ে এলাম, সেটারও পাঁচটি ভাগ। আমাদের দেশের চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি সবার মধ্যে অনেককিছু হচ্ছিল—মান-অভিমান, নিষেধাজ্ঞা, কখনো নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া, মন কষাকষি, মুখ ফসকে একটা কথা বলে ফেলা, তারপর সেটা নিয়ে ক্ষমা না চাওয়া অনেককিছু ঘটে যাচ্ছিল। কিন্তু আমদের সবার একটা মিল অন্তরের অন্তঃস্থল থেকে চলচ্চিত্রকে ভালোবেসে কাজ করছি। এ একটি মিলের কারণে সবাই একটি ছাদের নিচে আসতে পেরেছেন।’

জাজের ব্যানারে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ নিয়ে বছরের শুরুতেই সেন্সর বোর্ডে অভিযোগ করেন শাওন। তিনি আশঙ্কা প্রকাশ করেন— সিনেমাটি হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে নির্মিত হলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অনেক জল ঘোলা হওয়ার পর সম্প্রতি সিনেমাটি ছাড়পত্র পেয়েছে।

‘ডুব’কে ইঙ্গিত করে শাওন বলেন, ‘এখানে অনেকে অনেক সমস্যার কথা বলছেন। আমি অভিনয় কিংবা পরিচালনার সময় কোন সমস্যার সম্মুখীন হয়নি। সম্প্রতি একটা সমস্যা হয়েছিল, সেটা সবাই জানেন। সেটার সমাধানের একটি পথ পেয়েছি। আশা করছি সমাধানও হয়ে গেছে। সেন্সর বোর্ডের উপর আমি ভরসা রাখছি। তারা সেটা সমাধান না করলে এ ফোরামের কাছেই আসব, ফোরামের আজিজ ভাইয়ের কাছে আসব।’
অনুষ্ঠানের শুরুতে জাজের কর্ণধার আব্দুল আজিজ ও শাওনকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। এভাবে কথা বলা, বক্তব্য দেওয়া সবকিছু মিলিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই প্রশ্ন তোলেন— আগে যা ঘটেছিল তার সবই নাটক নাকি সত্যি?

এমন প্রশ্নের যথেষ্ট কারণও রয়েছে। ‘ডুব’ নিয়ে সেন্সর বোর্ডে আপত্তি জানিয়ে চিঠি দিলেও ছবিটি ছাড়পত্র পাওয়া কিংবা ট্রেলার প্রকাশের পর কোনো মন্তব্য করেননি শাওন। তাহলে কি আগের অবস্থান থেকে সরে এসেছেন?

বছর দেড়েক আগে নিজের পরিচালনায় নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ কম হলে রিলিজের কারণ হিসেবে পরিবেশক জাজকে দুষেছিলেন শাওন। সেই জাজের তত্ত্বাবধানে গঠিত চলচ্চিত্র ফোরামের সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তারা কি পুরানো দ্বন্দ্ব মিটেয়ে ফেলেছেন? প্রশ্নই থাকল আপাতত। সামনে নিশ্চয় উত্তর মিলবে।

বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ