অবশেষে \’মিস ওয়ার্ল্ড বাংলাদেশ\’ হলেন জেসিয়া

নানান জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক, বিচারকদের রায় না মেনে এভ্রিলকে বিজয়ী ঘোষণা, উপস্থাপিকার ভুল নাম বলাসহ আরও নানান তথ্যের ভুল থাকায় বিতর্কে জড়িয়ে পড়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম আসরটি।

তাই বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে \’মিস ওয়ার্ল্ড বাংলাদেশ\’ হলেন জেসিয়া ইসলাম।

অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ও অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর তত্ত্বাবধানে আজ (৪ অক্টোবর) বিকাল চারটায় গুলশানের একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

যেখানে সকল বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে পুনরায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নতুন ফলাফল ঘোষণা করা হয়। আর বিবাহিত প্রমাণিত হওয়ায় ও তথ্য গোপন করায় বাদ পড়েছেন এভ্রিল।

উল্লেখ, বিতর্ক এড়াতে আজ বিচারক ও সাংবাদিকদের সামনে রেখেই ‘স্বচ্ছ’ ফল ঘোষণা করবেন আয়োজকরা। আরও জানা যায়, উক্ত সংবাদ সম্মেলনে জান্নাতুল নাঈম এভ্রিল ছাড়া বাকি ৯ প্রতিযোগীকে ডাকা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন নতুন ফলাফলের ওপর ভিত্তি করে। তবে শোনা যাচ্ছে প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া জেসিয়া ইসলামই হবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ।

বাংলাদেশ সময় : ১৮৫১ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ