বিজয়ী ঘোষণার অনুষ্ঠানে না থাকার কারণ জানালেন হিমি

প্রথমবারের বিজয়ী জান্নাতুল নাইম এভ্রিলকে বাদ দেয়ার পর শীর্ষ তিনের তালিকা থেকে বাদ পড়েন দ্বিতীয় রানার আপ জান্নাতুল সুমাইয়া হিমিও। সবাইকে অবাক করে দিয়ে বুধবার নতুন বিজয়ী ঘোষণার অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন না হিমি।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে কেন উপস্থিত ছিলেন না এ বিষয়ে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি।

অনুপস্থিতির বিষয়ে হিমি বলেন, ‘আমার সাথে ন্যায়বিচার হয়নি। আজও হবে কিনা এ নিয়ে শঙ্কা ছিল। তাই আমি উপস্থিত ছিলাম না।’

হিমি আরো বলেন, ‘সংবাদ সম্মেলনের বিষয়ে আগে আমাকে তেমনভাবে জানানো হয়নি। ইনভাইট করা হয়নি। আজ সকালে ফোন দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের একজন আমাকে টাইম ও ভ্যেনু জানায়। প্রথম দিনের ওই ভুলের পর আমি ভেবেছিলাম আমাকে সরি জানানো হবে। কিন্তু এমন কিছুই হয়নি।’

মঙ্গলবার রাতে ৭১ টিভিতে লাইভ একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমি। সেখানে স্কাইপে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরি ও বিচারক শম্পা রেজা। হিমি বলেন, ‘আমি ন্যায়বিচার পাবো কিনা তা স্বপন স্যারের কাছে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তিনি জবাব দেননি।’

এছাড়া প্রথমবার শীর্ষ তিনের তালিকায় নাম থাকার পরও এবার প্রথম দশের মধ্যে না থাকায় বিষ্ময় প্রকাশ করেন হিমি।

এ বিষয়ে আয়োজক স্বপন চৌধুরি জানান, বুধবারের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল শুধু তাদের নম্বরপত্রই মুল্যায়ন করা হয়েছে। হিমি অনুপস্থিত থাকায় তাঁকে রাখা হয়নি।

তবে আয়োজকদের এ বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে হিমি বলেন, গ্রান্ড ফিনালেতে পারফর্মেন্সের ওপর ভিত্তি করেন প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়েছে। এখানে উপস্থিতিটা মূখ্য নয়।

২৯ তারিখে অনুষ্ঠিত গ্রান্ড ফিনালে সম্পর্কে হিমি বলেন, ‘অনুষ্ঠানের উপস্থাপিকা শিনা চৌহান ভারতীয় হলেও ভালোই বাংলা বোঝেন। তাই সেদিন বিজয়ীর নাম ঘোষণার সময় তিনি নামে ভুল করবেন, এটা হতেই পারে না।’

এছাড়া নামের ভুলের কারণে প্রথম দিনের অনুষ্ঠানে বিজয়ীর নাম নিয়ে সৃষ্ট বিব্রতকর পরিস্থিতির বিষয়ে হিমি বলেন, ‘আমাকে কেউ জান্নাতুল সুমাইয়া নামে ডাকত না। আয়োজক, বিচারক, শিনা চৌহানসহ সবাই আমাকে হিমি নামেই ডাকত। তাই এখানে নামের বানানের ভুল হওয়ার প্রশ্নই আসে না।’

সংবাদ সম্মেলনে শেষে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয় প্রথমবার ঘোষিত তালিকার প্রথম রানার আপ জেসিয়া ইসলামের নাম। হিসাব অনুযায়ী এবার প্রথম রানার আপ হওয়ার কথা ছিল হিমির।

নতুনভাবে প্রথম রানার আপ হিসেবে ঘোষণা করা হয় ফাতেমা তুজ জাহরার নাম। এরপর দ্বিতীয় রানার আপ হিসেবে দুজনের নাম ঘোষণা করা হয়। এরা হলেন চমক ও সঞ্চিতা। এরপর যে ১০ জনের নাম ঘোষণা করা হয় তার মধ্যেও ছিল না জান্নাতুল সুমাইয়া হিমির নাম।

প্রায় দেড় মাস যাচাই-বাছাইয়ের পর গত ২৯ সেপ্টেম্বর ঘোষণা করা হয় প্রতিযোগীর নাম। বিজয়ী হন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিল। তবে প্রথমে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করা হলেও তাৎক্ষণিকভাবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিমি নন, বিজয়ী হয়েছেন এভ্রিল। আর হিমি হয়েছেন দ্বিতীয় রানারআপ।

তবে এই বিতর্ককে ছাপিয়ে ওঠে এভ্রিলের বিয়ের খবর। নিয়ম অনুযায়ী এ প্রতিযোগিতার অংশগ্রহণকারীকে হতে হবে অবিবাহিত। বিয়ের খবর গোপন রাখার খবরটি প্রকাশ হওয়ার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। সূত্র- এনটিভি

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ