স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন গান নিয়ে আসছে সারগাম

চলতি বছরই বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দী পূর্ণ হতে চলেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণকে ফ্রেমে আটকে রাখার জন্য চারিদিকে চলছে জোরালো আয়োজন। শিল্প-সংস্কৃতির আঙিনায় স্বাধীনতার পঞ্চাশ বছরের রোদ আছড়ে পড়ছে একটু বেশিই। এর কারণ স্বাধীনতা অর্জনের সঙ্গে সংগীত প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারগাম সাউন্ড স্টেশনও একটি আয়োজন হাতে নিয়েছে। তারা তৈরি করেছে স্বাধীনতার গান। ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ৬জন শিল্পী। সেই শিল্পীরা হলেন- রাজা বশির, হুমায়রা বশির, শাহনাজ রহমান স্বীকৃতি, স্মরণ, ইব্রাহীম খলিল এবং মোমিন বিশ্বাস।

এ গানটি লিখেছেন এনামুল হক অপু। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা বশির। এরই মধ্যে দেশের গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে গানটি সারগাম সাউন্ড স্টেশন থেকে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।