\’বন্দুকের নলের মুখে খান আতাকে অনুষ্ঠান করতে হয়েছিল\’

প্রথিতযশা চিত্রপরিচালক ও নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সম্প্রতি অভিনেতা ও চিত্রপরিচালক খান আতাউর রহমানকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেছেন।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ফারুক। আর তাঁর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে চলচ্চিত্র পরিবার। বিষয়টি নিয়ে এফডিসিতে ১৯ অক্টোবর সংবাদ সম্মেলন করবেন নায়ক ফারুক। এদিন সেখানে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন ফারুক।

সংবাদ মাধ্যমকে ফারুক বলেন, ‘খান আতাউর রহমানকে এমন ভাষায় কথা বলার অধিকার নেই বাচ্চু সাহেবের। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ নিয়ে বিভিন্ন বিভ্রান্তিও তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে নানাভাবে কথা বলছে। কিন্তু খান আতা কী ছিলেন, তা আমরা জানি। আমি মনে করি, বর্তমান প্রজন্মেরও জানা উচিত, তা হলে নতুনরা যেমন বিভ্রান্তিতে পড়বে না, তেমনি ভালো কাজ করতে উৎসাহ পাবে।’

ফারুক আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের অনেক মানুষ কলকাতায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাঁরা কিন্তু মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি, তাহলে তাঁদের কি আমরা রাজাকার বলব? খান আতাকে তখনকার মানুষ চিনতেন, তাই খান আতাকে অনুষ্ঠান করতে হয়েছিল বন্দুকের নলের মুখে। আমরা সবাই ইতিহাস জানি, কেন কী হয়েছিল। এত বছর পর কেন এসব বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আমি বলতে পারব না। তবে খান আতার জীবন ও কর্ম সবার জানা উচিত, এ কারণে আমরা এই সংবাদ সম্মেলন করছি।’

খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিতে মূল ভূমিকা অভিনয় করেছিলেন ফারুক। সূত্র- এনটিভি

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ