কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের শারীরিক অবস্থা স্থিতিশীল

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তিনি অনেক দুর্বল হয়ে পড়েছেন। তার মাংস পেশিতে ব্যথা রয়েছে। এছাড়া কৃতিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এতে চিকিৎসকরা বলেছেন দুর্বলতা কাটাতে হাবিবের পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন।

কয়েকদিন আগ থেকেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এ জন্য গত শনিবার রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই দিন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছিলেন, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাবিব। এখন তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।