করোনা পজিটিভ নিয়েই বাসায় ফিরলেন আবুল হায়াত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন এই অভিনেতা। তবে কিংবদন্তি এ অভিনেতাকে থাকতে হবে আইসোলেশনে। গতকাল মঙ্গলবার চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে ছাড়পত্র দিয়েছেন আবুল হায়াতকে। সেগুলো বাসাতেই ঠিকঠাকভাবে খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।

এতে আবুল হায়াত জানান, তার করোনা পরীক্ষার ফলাফল এখনো নেগেটিভ আসেনি। চিকিৎসকের পরামর্শে বাড়ি ফিরলেও থাকবেন আইসোলেটেড হয়ে। আইসোলেশনে থাকবেন নেগেটিভ ফল পাওয়া পর্যন্ত। সঙ্গে চলবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ সেবন ও স্বাস্থ্যবিধি পালন।

উল্লেখ্য, এর আগে গত ৩১ মার্চ করোনা শনাক্তের পর আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দুই দফায় দেয়া হয় প্লাজমা। বর্তমানে শরীরে কোনো সমস্যা নেই। চিকিৎসকরা আশা করছেন দুই একদিনের মধ্যেই করোনাও সেরে যাবে।