খলনায়ক চরিত্রে হাজির হলেন অভিনেতা সজল

ছোটপর্দার বেশ জনপ্রিয় অভিনেতা আবদুর নূর সজল। দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক। তিনি এবার দেখা দিলেন ভিন্নরূপে। খলনায়ক হিসেবে পর্দায় সজলের দেখা মিলেছে। চলতি মাসের ৮ তারিখে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া ‘ব্যাচ ২০০৩’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ চলচ্চিত্রটি মুক্তি পাবার পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এতে অভিনেতা সজলের অভিনয় ছিল দুর্দান্ত। ছবিটিতে সজলের মুখ ঝলসানো দেখা গেছে। মনে হচ্ছে কেউ যেন এসিড মেরেছে। মুখের এক পাশ পুরো পুড়ে গিয়েছে। এ যেন এক ভিন্ন সজলের আবির্ভাব। প্রিয় অভিনেতাকে এমন দৃশ্যে দেখে প্রশংসা করছেন দর্শকরা।

উল্লেখ্য, পার্থ সরকার পরিচালিত সাইকো-থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘ব্যাচ ২০০৩’। রাফায়েল আহসানের গল্প অবলম্বনে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এই সিনেমাতে সজল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাশনুভা তিশা, কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র, তন্ময়, শারমিন আঁখি, অনিকা তাবাসসুম, তৌহিদুল ইসলাম, ফজলে রাব্বি, জান্নাত প্রমুখ।

ছবিটির প্রসঙ্গে অভিনেতা সজল জানান, ‘২০০৩ সালের এসএসসি ব্যাচের কয়েক ছাত্রকে নিয়ে এগিয়েছে প্লট। সাইকো-থ্রিলার গল্পের সিনেমা এটি। এতে দর্শক একদমই আমায় ভিন্নরূপে পাবেন।’