ক্যামেরার সামনে চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ

চঞ্চল চৌধুরী শোবিজের জনপ্রিয় তারকাশিল্পী। আর শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস নাট্যাঙ্গনের জনপ্রিয় দম্পতি। ইতিমধ্যেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে তাদের দুই সন্তান সৌম্য ও দিব্য। এবার চঞ্চল চৌধুরীর সন্তান শুদ্ধ এলো ক্যামেরার সামনে। নাটকের নাম ‘সুশীল ফ্যামিলি’। রচনায় বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।

শুদ্ধর প্রথম অভিনয় অপরিকল্পিতভাবেই দাবি করে গতকাল সোমবার চঞ্চল চৌধুরী বলেন, ‘শুদ্ধর প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহা মরি কিছু না। গিয়েছিল পূবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সঙ্গে ওর মা’ও ছিল। আনপ্ল্যান্ড। ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়ালগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো-আর্টিস্ট দিব্য-সৌম্য।’

শুদ্ধর সবে মাত্র ১২ বছর। বাংলা মাধ্যমে ক্লাস সিক্সে পড়ুয়া ছাত্র সে। তার অভিনয়ের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে চঞ্চল লিখেছেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এ রকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি। যদি ওর (শুদ্ধ) যোগ্যতা ও নিয়তি আমার মতো ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’

জানা গেছে, ঈদের জন্য ‘সুশীল ফ্যামিলি’ নাটকটি তৈরি হচ্ছে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে এটি। এরপর দেখা যাবে ইউটিউবেও।