মারা গেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা

জনপ্রিয় সিনেমা ‘হ্যারি পটার’র অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মৃত্যুর খবরটি রোববার (৯ মার্চ) অভিনেতার ম্যানেজার এক বিবৃতিতে জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

বিবৃতিতে অভিনেতার ম্যানেজার জানান, ‘১৫ বছরের বন্ধুত্ব আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’

হগওয়ার্টসের অন্দরে ভূতের ভূমিকায় ‘হ্যারি পটার’-এ সাইমন ফিশার বেকারকে দেখা গিয়েছিল।‘ হ্যারি পটার’ ছাড়াও, সাইমন ‘ডক্টর হু’ নামে একটি জনপ্রিয় সিরিজে অভিনয় করেছিলেন।

সাইমন ফিশার বেকার ছিলেন একজন ব্রিটিশ অভিনেতা। বেশ কয়েকটি হিট টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।

কমেডি চরিত্রের জন্যও দর্শকদের মাঝে পরিচিত ছিলেন । বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন।

Scroll to Top