পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণের প্রয়োজন নেই: বিজয় দেবরকোন্ডা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় সোচ্চার হয়েছেন অনেক বলিউড তারকা। এবার এ হামলার নিন্দা জানানোর পাশাপাশি নিজেদের ঐক্য বজায় রাখার পক্ষেও দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডা।

একটি ছবির প্রচারে গিয়ে বিজয় বলেন, “কাশ্মিরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজ ধোলাই করা না যায়। ওরা কী পাবেন? কাশ্মির ভারতের, কাশ্মিরিরা আমাদের।’

প্রতিবেশী দেশের বিরুদ্ধে আক্রমণ না চালিয়ে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন। অভিনেতার ভাষ্য, ‘পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণের প্রয়োজন নেই। ওরা তো নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে না। ওদের প্রয়োজনীয় পানি, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের উপর বিরক্ত।’

এরপরই বিজয় দাবি করেন, ভারতীয় নাগরিকদের উচিত পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। তার কথায়, ‘শিক্ষাই মূলধন। আসুন আমরা সুখে থাকি, আমাদের অভিভাবকদের সুখে রাখি। একমাত্র এই পথেই উন্নতি।’

Scroll to Top